তাড়াশ

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত ১ যুবক নিহত ।

সিরাজগঞ্জ ঃ আজিজুর রহমান মুুুন্না

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩২) এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।শুক্রবার (০৯ নভেম্বর’১৮) সকালে উপজেলার মহিষলুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সকালে রাজশাহীগামী একটি বাস মহিষলুটি এলাকায় দাঁড়ানো ছিল। এ সময় পেছন থেকে একটি ট্রাক এসে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় বাসের এক যাত্রীর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় অপর এক যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে বাস ও ট্রাকের চালক ও হেলপার পালিয়েছেন বলেও জানান ওসি কাদের জিলানী।