সিরাজগঞ্জের তাড়াশে ৩ দিন ব্যাপি বস্ত্র ও কুঠির শিল্প পণ্য মেলার উদ্বোধন ।
তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলাতে ৩ দিন ব্যাপি বস্ত্র ও কুঠির শিল্প পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ মার্চ -২০১৯) সকালে তাড়াশ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের তত্বাবধানে ও এ্যাসোসিয়েশন ফর রাইটস এ্যান্ড পিচ (এআরপি),র আয়োজনে এই মেলা উদ্বোধন করা হয়। তৃণমূল নারী উদ্যোক্তাদের দক্ষতা ও প্রশিক্ষণ কর্মসুচির তৈরীকৃত বস্ত্র ও কুঠির শিল্প পণ্য মেলার উদ্বোধন করেন তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম, মৎস্য অফিসার ড. হাফিজুর রহমান, সমাজসেবা অফিসার শাহাদত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম, ওই সংস্থার প্রশিক্ষক রেজাউল করিম, রাসেল বাদশা , সাংবাদিক রফিকুল ইমলাম, মহসীন আলী, সোহেল রানা সোহাগ প্রমুখ। তাড়াশ উপজেলা প্রাঙ্গনে এ মেলার বিভিন্ন স্টলে নারী উদ্যোক্তারা তাদের নিজের তৈরী পণ্য সামগ্রী বিক্রি করছেন। ইতিমধ্যেই এ মেলার বিভিন্ন স্টলে নারী পুরুষের ভিড় জমে উঠেছে। আগামী ৮ মার্চ শুক্রবার বিকেলে এই মেলার সমাপ্তি ঘটবে।