সিরাজগঞ্জের তাড়াশে সোনিয়া হত্যাকারীদের গ্রেফতার ও ফাসির দাবীতে মানববন্ধন
তাড়াশ( সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার গৃহবধূ সোনিয়া হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে তাড়াশে মানববন্ধন করেছে এলাকাবাসি। রোববার (১০ ফেব্রয়ারি-২০১৯) দুপুরের দিকে তাড়াশ উপজেলা পরিষদ চত্বর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন পেশাজীবির নারী-পুরুষ অংশ নেয়। এ মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন খান ও উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম প্রমূখ। এ সময় বক্তারা বলেন, সোনিয়া খাতুন আম্বিয়ার হত্যাকারী আসামীদের দ্রুুত গ্রেফতার ও আইনেেে মাধ্যমে ফাঁসি দিতে হবে । উল্লেখ্য, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোল্লা পাড়া গ্রামের শাহজাহান আকন্দের প্রবাসী ছেলে আবুল কালামের সাথে ৭ বছর আগে তাড়াশ উপজেলা সদরের আলমের মেয়ে সোনিয়া খাতুন আম্বিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীসহ শ্বশুর বাড়ীর লোকজন যৌতুক দাবী করে আসছিল। এ যৌতুকের টাকা সোনিয়ার পিতা দিতে না পারায় দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলে আসছিল। এক পর্যায়ে বৃহস্পতিবার বিকেলে স্বামীসহ পরিবারের লোকজন সোনিয়কে পিটিয়ে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় সোনিয়ার বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ এখনও ওই মামলার আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়নি বলে নিহতের পারিবারিক সূত্র থেকে জানানো হয়েছে।