সিরাজগঞ্জের জানপুরে হৃদয় বেকারীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর ইউরিয়া,স্যাকারিন,সাল্টু ও ক্ষতিকর কাপড়ের রং দিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য তৈরীর অপরাধে সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর ব্যাংকপাড়া এলাকার হৃদয় বেকারী নামক এক কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণে বেকারী সামগ্রী, ইউরিয়া,সাল্টু,স্যাকারিন ও ক্ষতিকর কাপড়ের রং জনসম্মুখে ধবংস করা হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ-২০১৯) দুপুরে সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে এ দন্ডাদেশ দিয়েছেন আদালত। এ ব্যাপারে পেশকার মিলন সরকার জানান,ওই কারখানায় মানবদেহের জন্য ক্ষতিকর ইউরিয়া,স্যাকারিন, সাল্টু ও কাপড়ের রং দিয়ে বেকারী সামগ্রী উৎপাদন হচ্ছে। উৎপাদিত কেক,বিস্কুট ও পাউরুটি এর মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ নেই।
এছাড়া বিএসটিআই এর ছাড়পত্র, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, কর্মচারীদের স্বাস্থ্য সনদ,ফায়ার সার্ভিসের ছাড়পত্র, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সনদপত্র ও ট্রেড লাইসেন্স নেই। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আদায় করা হয়েছে।