সিরাজগঞ্জের ছোনগাছায় ট্রাকচাপায় বিমান বাহিনীর সদস্যসহ নিহত ২।
সিরাজগঞ্জে ট্রাকের চাপায় বিমান বাহিনীর সদস্যসহ ২ জন নিহত হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের ছোনগাছা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জ পৌর শহরের ১নং খলিপা পট্টি এলাকার জুলমত হোসেনের ছেলে ও বিমান বাহিনীর সদস্য সাব্বির হোসেন (২৪) ও শহরের মুজিব সড়ক এলাকার হাজী রফিকুলের ছেলে হাসান (২৪)। নিহতরা দু’জন বন্ধু।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) সেলিম মোল্লা বলেন, মোটরসাইকেলে করে সাব্বির ও হাসান দুই বন্ধু বগুড়া থেকে সিরাজগঞ্জে ফিরছিলেন। তারা সদর উপজেলার ছোনগাছা এলাকায় পৌঁছলে দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।