চৌহালী/এনায়েতপুর

সিরাজগঞ্জের চৌহালীতে ঝড়ে ১ জনের মৃত্যু, চরাঞ্চলের ঘর-বাড়ি ও নৌকা ক্ষতিগ্রস্থ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বারবালায় ঝড়ে জেলে আব্দুল আলীম (২০)নামে একজনের মৃত্যু হয় ।নিহত আব্দুল আলীম বারবালা চরের মৃত পুন্ডিত আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম জানান, গতকাল সোমবার (২৬-০২-২০১৮) রাতে হঠাৎ চৌহালী উপজেলার বোয়ালকান্দি,বারবালা, স্থলচর চরাঞ্চলের উপর দিয়ে প্রবল ঝর বয়ে যায়। তখন মাছ ধরা নৌকা নিয়ে আব্দুল আলীম ও তার ভাই বরিচান বারবালা নদী তীরে আশ্রয় নিলে মাটির পাড় ভেঙ্গে পড়লে দু’জন চাপা পড়ে। বরিচান কিছুক্ষন পর বের হতে পারলেও সে বের হতে না পেরে মারা যায়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে। এঘটনায় এলাকা জুড়ে শোক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার দুপুরে তার লাশ বেতিল কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে ঐসব চরাঞ্চল দিয়ে আকষ্মিক ঝড়ে অন্তত ৩ শতাধিক কাচা ঘর-বাড়ি ও ২৫ টি নৌকা সহ অসংখ্য গাছ পালা বিধ্বস্ত হওয়ায় মানুষ চড়ম দুর্ভোগে পড়েছে। ঘর চাপা পড়ে অন্তত ১০ জন আহত হয়েছে। তাদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। অনেকের আশ্রয় এখন খোলা আকাশের নিচে।

এ ব্যাপারে চৌহালী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান জানান, হঠাৎ ঝড়ে যে ক্ষতি হয়েছে তা আমাদের কারো পক্ষেই মেটানো সম্ভব নয় । তবে আমরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য চেষ্টা করবো।