সিরাজগঞ্জের চররায়পুরে নিষিদ্ধ পলিথিন কারখানায় অর্ধলক্ষ টাকা জরিমানা ও পলিথিন জব্দ !
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের পৌর এলাকার চররায়পুরে অভিযান চালিয়ে “নাজনীন প্রিন্টিং এন্ড প্যাকেজিং” নামে এক কারখানা পরিবেশের জন্য মারাত্নক ক্ষতিকারক নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করার দায়ে এবং ঐ কারখানার কোন বৈধ কাগজ-পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা ও পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবারে (২৬ফেব্রুয়ারি-২০১৯) সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান উক্ত কারখানায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন উৎপাদন ও বাজারজাত করা হয় এবং কারখানার পরিচালনা জন্য পরিবেশ ছাড়পত্র, ফায়ার সার্ভিসের ছাড়পত্র, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শনের সনদপত্র, ট্রেড লাইসেন্স নেই। এসময় উক্ত অভিযানে সহযোগিতা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য গুহ, পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম,পেশকার মিলন সরকার ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।