সিরাজগঞ্জের গৌরী আরবান স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ শহরের ঐতিহ্য বাহী বিদ্যাপীঠ গৌরিআরবান উচ্চ বালিকা বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পবিত্র কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, দেশাত্মবোধক সংগীত সাথে নৃত্য প্রদর্শন, প্রতিযোগিতাদের কুচকাওয়াজ পায়রা ও বেলুন উড়িয়ে এবং মশাল পরিভ্রমণের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের শুভসূচনা করা হয়। সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ৯ টা হতে বিকেল পর্যন্ত স্কুল মাঠে উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজে’র সাবেক অধ্যক্ষ প্রফেসর করুণা রাণী সাহা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হেলাল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সমাজসেবক, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব , কবি, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতু। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব ছিলেন এবং স্বাগত বক্তব্য রাখেন, গৌরিআরবান উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজ শারমিন।
উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় খেলাধূলার মধ্য ছিলো বিভিন্ন ভাগে বালক- বালিকাদের ৫০ মিটার দৌড়, ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড় সংযোগ দৌড়, স্মৃতি শক্তি পরীক্ষা, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, ক্রিকেট বল নিক্ষেপ, অন্ক দৌড়,দীর্ঘ লম্ফ, দড়ি খেলা, ভারসাম্য দৌড়, চকলেট দৌড়, মোরগলড়াই, রশি খেলা, এটা উড়ে ওটা উড়ে শিশুদের খেলা শিক্ষক-শিক্ষিকাদের বালিশ পাচার খেলা সহ যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠিত হয়েছে। খেলার ধারাবর্ণনা করেন, এস.এম.সি সদস্য বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ, সহকারি শিক্ষক লিটন আহম্মেদ, সাকিবা সুলতানা , রোমানা আবেদিন। খেলাধূলার বিভিন্ন ইভেন্টের জন্য দায়িত্বে নিয়োজিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, সহঃপ্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজ শারমিন সুরভী, উঃবিঃ সহকারি শিক্ষক নাজনীন মোঃ মিতু, শারমিন আক্তার লিমা, শিল্পীঘোষ, মোছাঃ কামরুন্নাহার, লিটন আহমেদ, নূরী সারমিন সুলতানা, নুরীয়া খাতুন, নিখিল কুমার, আল-আমিন, জান্নাতুল ফেরদৌস রিতা, ফরিদা পারভীন, জহুরুল ইসলাম, পার্বতি রানী ভৌমিক,মাওলানা রফিকুল ইসলাম, মনোয়ারুল ইসলাম, আনোয়ার হোসেন, শহিদুল ইসলাম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মনিরা পারভীন, এস.এম.আসাদুজ্জামান.আয়শা খাতুন, মিতু পারভীন,তাওহিদা হক, মির্জা আতিয়া সুলতানা সহ এসএমসি সদস্যরা সহ অফিস সহকারি এম.এল.এস.এস, দপ্তরী, আয়া, নৈশ প্রহরী। এসময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সুধীজন, গুনীজন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা সহ অভিভাবক, সকল শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।