সিরাজগঞ্জের কৃষি কর্মকর্তা রুস্তম আলীসহ দেশের ৭কর্মকর্তা ১কৃষক সফরে ইন্দোনেশিয়ায় অবস্হান করছেন।
আজিজুর রহমান মুুুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুস্তম আলী সহ দেশে বিভিন্ন জেলার উপজেলার ৭ কৃষি কর্মকর্তা ও একজন কৃষক সাতদিনের শিক্ষা সফরে ইন্দোনেশিয়ায় অবস্হান করছেন। গত সোমবার দুপুরে ইন্দোনেশিয়ার উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন। কৃষি সম্প্রসারণ অধিদফতরের ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি) ফেস-২ প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে ও সহায়তায় এ শিক্ষা সফরের আয়োজন করা হয়। যারা শিক্ষা সফরে গিয়াছেন তারা হলেন, উপ-পরিচালক (ওএমই), এনএটিপি-২ এর প্রকল্প কর্মকর্তা কৃষিবিদ ফারুক আহমেদ, নেত্রকোনা খামার বাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান, নকলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, পঞ্চগড় জেলার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ জেলার সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রুস্তম আলী, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা কাজল চন্দ্র সরকার এবং ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বড়গ্রাম ইউপির সৈয়দপুর গ্রামের কৃষক মোঃ রফিকুল ইসলাম।