সিরাজগঞ্জের কুড়িপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা- আটক-৪
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুল কুদ্দুস প্রামাণিক(৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ২০’জুন দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সদর থানা পুলিশ ৪’জনকে
আটক করেছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কুড়িপাড়া গ্রামের বাসিন্দা বুদ্দু মিয়ার বসত বাড়ির আঙ্গিনায় বসে মোবাইল ফোনে লুডু খেলছিল নিহত কুদ্দুসের নাতি সাদ্দাম ও তার বন্ধুরা।
খেলায় বিজয়ী দল আনন্দ-উল্লাস শুরু করলে প্রতিবেশী মজনু মিয়ার পুত্র মোতালেবের স্ত্রী লিমা খাতুন খেলোয়াড়দের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। সাদ্দাম ও তার বন্ধুরা গালিগালাজের প্রতিবাদ করলে মোতালেব ও তার মামাতো ভাই আব্দুল্লাহ এসে তাদের বেদম মারপিট করতে থাকে। সাদ্দাম ও বন্ধুদের চিৎকারে কুদ্দুস প্রামাণিক ঘটনাস্থলে এগিয়ে আসলে মোতালেব তাকেও লাঠি দিয়ে মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা গুরুত্বর আহতাবস্থায় কুদ্দুসকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে মারা যায়।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।