সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কালিয়াহরিপুরে দুর্বৃত্তর ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মনির তালুকদার (১৭) নামে ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।

রোববার (১৮ নভেম্বর’১৮) আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মনির কালিয়া কান্দাপাড়া গ্রামের নজরুল তালুকদারের ছেলে।

কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউ’পি সদস্য (মেম্বর) মোঃ জিন্নাহ মন্ডল জানান, রাত সাড়ে ৮টার দিকে অটোরিকশা চালক মনিরকে তুলে নিয়ে এসে কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ফয়সাল আহমদ জানান, রাত ৮টা ৫০ মিনিটে আহত মনিরকে ভর্তি করা হয়। সাড়ে ৯ টার দিকে তিনি মারা যান। নিহতের বুকে, পেটে ও মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, অটোরিকশা চালক খুন হওয়ার খবর পেয়েছি সংগে সংগে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়