সিরাজগঞ্জের কামারখন্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
সিরাজগঞ্জের কামারখন্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে কামারখন্দ উপজেলার চর দোগাছী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই ভাই বোন ওই গ্রামের মোকলেসুর রহমানের মেয়ে মুন্নি খাতুন (১৪) ও আবু তালহা (৭)। কামারখন্দ থানার ওসি কেএম রাকিবুল হুদা জানান, বিকেলে বসত ঘরের বিদ্যুতের ছিদ্র তার স্টিলের বাক্সের সঙ্গে লেগে যায়।
এ অবস্থায় শিশু তালহা ওই স্টিলের বাক্স স্পর্শ করলে সে বিদ্যুতায়িত হয়ে যায়। তাকে উদ্ধার করতে তার বোন মুন্নি তাকে স্পর্শ করে। এতে সেও বিদ্যুতায়িত হয়ে পড়ে।
পরে স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।