সিরাজগঞ্জের কামারখন্দে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।
খাইরুল ইসলাম, (কামার খন্দ প্রতিনিধি) :
সিরাজগঞ্জের কামারখন্দে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র দেব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার গাজী আমিনুল ইসলাম প্রমুখ।