সিরাজগঞ্জের কান্দাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড ।
আজিজুর ররহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে মোহন (৩৫) নামের এক মাদকসেবী তার নিজ দখলে ১০ গ্রাম গাঁজা মাদক রাখা ও সেবনের অপরাধে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ দন্ডাদেশ দেয়া হয়।
আদালত সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে, ওই মাদকসেবী মোঃ মোহনকে একপুরিয়া বা ১০ গ্রাম গাজাসহ সেবনরত অবস্থায় দেখতে পান আদালত। কান্দাপাড়ায় বুধবার রাতে সেলিম নামের এক গাজা মাদকসেবীকে সেবনরত অবস্হায় ১৫(পনেরো) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। উক্ত অভিযান ২ টিতে সহযোগিতা করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম,পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও পেশকার মিলন সরকার।