সিরাজগঞ্জের কাটাখালির অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম শুরু।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের কাটাখালি খালের অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল হতে এ উচ্ছেদ অভিযান কালে পরিচালনা করেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, সিরাজগঞ্জ পাউবো নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), চৌধুরী মোঃ গোলাম রাব্বী, সিরাজগঞ্জ পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ সদর সহকারি কমিশনার( ভূমি) মোঃ আনিসুর রহমান, সহ সংশ্লিষ্ট কর্মকর্তা -কর্মচারীবৃন্দ। নদী-খাল অবৈধ দখল মুক্তির জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ৬৪ জেলায় একযোগে পরিচালিত হচ্ছে উচ্ছেদ অভিযান। অভিযানে নদীর কোল ঘেঁষে অবৈধভাবে নির্মাণ করা বাড়িঘর দোকানপাট ইত্যাদি কাঁচা পাকা স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।