কাজিপুর

সিরাজগঞ্জের কাজিপুরে পরিত্যক্ত বাড়ির গর্তে মিললো যুবকের লাশ

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের কাজিপুরে পরিত্যক্ত বাড়ির গর্তের মধ্য থেকে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তার নাম ফরহাদ আলী (১৮)। সে বগুড়ার জেলার ধুনট উপজেলার বড়বিলা গ্রামের তাজেম মন্ডলের পুত্র। শুক্রবার সকাল ১১ টায় কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর মধ্য পাড়ার এক পরিত্যক্ত বাড়ির গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়। কাজিপুর থানার ওসি (তদন্ত) গৌতম চন্দ্র মালী জানান, ‘হরিনাথপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির গর্তের মধ্যে এক যুবকের লাশ দেখতে পায় স্থাণীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করি। এদিকে লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের বাবা তাজেম মন্ডল তার পুত্রের লাশ সনাক্ত করেন।

লাশের সুরতহাল তৈরিকারি এসআই আব্দুল লতিফ জানান ‘নিহতের গলায় ক্ষতচিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর লাশ গর্তে ফেলে রাখা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে দুপুরে সিরাজগঞ্জের সার্কেল এসপি স্নিগ্ধ আকতার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।