সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র মেয়র বেলাল হোসেন গ্রেফতার।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেন গ্রেফতার করেছে উল্লাপাড়া থানা পুলিশ ।
বিএনপি থেকে বহিষ্কার হয়েও রেহাই পেলেন না।
বুধবার (৯ ফেব্রুয়ারী -২০২২) সন্ধ্যায় উল্লাপাড়ার সাবেক মেয়র ও বিএনপির থেকে বহিষ্কৃত নেতা বেলাল হোসেনকে উল্লাপাড়া থানা পুলিশ গ্রেফতার করেছে।
জানা গেছে, বেলাল হোসেন সন্ধ্যায় মগরিবের নামাজ শেষে তার ঘোষগাঁতী মহল্লায় বাড়িতে যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান যে, গত ডিসেম্বর মাসে সিরাজগঞ্জ জেলা বিএনপির সমাবেশকে কেন্দ্রে করে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটে ।
এতে উভয় দলই সিরাজগঞ্জ সদর থানায় মামলা করে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত পৌর সভার মেয়র নির্বাচনে বিএনপির মনোনয়ন না-পেয়ে বেলাল হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেন । এতে বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে।।