সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের ৭ জনকে গ্রেফতার

মাকছুদা খাতুন,সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা পুলিশ কর্তৃক গত ২৪ ঘন্টার অভিযানে আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের৭জনকে গ্রেফতার ও ৪টি মোটর সাইকেল উদ্বার করা হয়েছে। এ ব্যাপারে, উল্লাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হলো নাজমুল টুটুল(২৫)পিতা-মবিনুর রহমান, সাং-রায়নগর,থানা-কোতয়ালী জেলা দিনাজপুর, সামিউল হোসেন বাবু (৩০)।

পিতা-মৃত-আবুল হোসেন সাং-রামবাড়ী,শাহজাদপুর, সিরাজগঞ্জ,গোলাম মোস্তফা (৪৫)পিতা-মৃত-আবু তাহের, সাং-সুন্দরগড়া,থানা-লালপুর,নাটোর, জাহাংগীর আলম(৩১)পিতা-মৃত-সলেমান মন্ডল সাং-চন্ডিগাছা, লালপুর,নাটোর,বাদশা(৩৪)পিতা-লালচাদ লালু,সাং-হাটবাউশা,রাজশাহী, বজলুর রহমান(২৬),পিতা-মৃত-খলিল সরকার, সাং-রামচন্দ্রপুর,চারঘাট, রাজশাহী,আলহাজ্ব হোসেন নয়ন,পিতা-মৃত-আবুলহোসেন মিয়া,সাং-পাঠান,শাহজাদপুর, সিরাজগঞ্জ। শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনে উল্লাপাড়ার এ,এসপি(সার্কেল)শরাফত ইসলাম আমাদেরকে জানান এবং আন্তঃজেলামোটর সাইকেল চোরদের মিডিয়া সামনে হাজির করেন।

অপরদিকে, শনিবারে সকালে দেশব্যাপী চলমাান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে সিরাজগঞ্জ জেলার গোয়েন্দা পুলিশের অভিযানে ৩০০ শত পিচ ইয়াবা ট্যাবলেট সহ সিরাজগঞ্জ শহরের মৌসুমী হলের কাছ হতে ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামীরা হলো চাদ মিয়া রিজভী(৩৬)পিতা-মৃত-ফজলু সাং-খোকসাবাড়ী, মামুন শেখ সাং-কান্দাপাড়া, সদর, সিরাজগঞ্জ। এদের বিরুদ্ধে মামলাদায়ের করা হয়েছে।