উল্লাপাড়া

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অস্ত্র ও গুলিসহ ১ জনকে আটক করেছে র‍্যাব-১২

মাকছুদা খাতুন, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১ টি বিদেশী রিভালবার ও ১ রাউন্ড গুলিসহ ১ জন কে আটক করেছে স্পেশাল কোম্পানি র‍্যাব- ১২ এর সদস্যরা।

রবিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮ টায় সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানি র‍্যাব -১২ এর ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ক্যাম্প কমান্ডার হুমায়ুন কবিরের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একইদিন বিকেলে উপজেলার চরমোহনপুর দাসপাড়ায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলীসহ জাহিদুল ইসলাম (২৫) কে আটক করা হয়। আটককৃত জাহিদুল ঐ গ্রামের মৃত হাসেম বিশ্বাসের ছেলে আটককৃত জাহিদুলের নামে উল্লাপাড়া মডেল থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।