সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব -১২।
আজিজুর রহমান মুুুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আদবাকী পশ্চিমপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে আমজাদ মোল্লা (৬৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। সে ওই গ্রামের মৃত আমির হোসেন মোল্লার ছেলে।
র্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিত্তে শনিবার গভীর রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯শ গ্রাম গাজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।