সিরাজগঞ্জজেলা প্রশাসকের কাব্য গ্রন্হ “জল জোৎস্না যমুনা” উপহার পেল জেলা কারাগার লাইব্রেরীর !
আজিজুুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলা কারাগারের লাইব্রেরীর জন্য জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা’র সম্প্রতি নিজের লেখা কাব্য গ্রন্থ “জল জোৎস্না যমুনা” বই উপহার দিলেন । বুধবার (২০ফেব্রুয়ারি-২০১৯) সকাল ১০টায় জেলা কারাগার পরিদর্শনকালে তিনি জেল সুপার আল মামুনের হাতে এ বই তুলে দেন। এ সময় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ সরকারী ও বেসরকারি কারা ভিজিটরগণ উপস্থিত ছিলেন।