সারা দেশের ন্যায় চৌহালীতে নকল মুক্ত পরিবেশে জেএসসি ও জেডিসি পরিক্ষা অনুষ্ঠিত।
মোঃ ইমরান হোসেন (আপন) ,চৌহালী :
সারা দেশব্যাপী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি)পরীক্ষা শুরু হয়েছে। চৌহালীতে বিভিন্ন স্থানে পরীক্ষার্থীদের সময়মতোই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে দেখা যায় অভিভাবকদের। আজ শনিবার সকাল ১০টায় জেএসসির প্রথম দিনে বাংলা এবং জেডিসির প্রথম দিনে কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা শুরু হয়। এ বছর চৌহালীতে মোট ৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আদর্শ উচ্চ বিদ্যালয় ছাত্র/ছাত্রী সংখ্যা ৬৪৮জন অনপস্থিত ১৯জন। চৌহালী বালিকা উচ্চ বিদ্যালয় ছাত্র/ছাত্রী সংখ্যা ৬১৩ অনপস্থিত ৪৩জন। এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ছাত্র/ছাত্রী সংখ্যা ৯১৪জন অনপস্থিত ১৯জন। এনায়েতপুর মেহের-উননেছা উচ্চ বিদ্যালয় ছাত্র/ছাত্রী সংখ্যা ১২৪২ অনপস্থিত ১২ জন। চৌহালী খাষকাউলিয়া ছিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা ছাত্র/ছাত্রী সংখ্যা ৫৪৮ অনপস্থিত ১০৫জন। এনায়েত পুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ছাত্র/ছাত্রী সংখ্যা ২৭৫জন অনপস্থিত ১৭জন। সারাদেশে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬ লাখ ৬১ হাজার ৬৮২জন। এর মধ্যে ছাত্র ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি।
জেএসসি পরীক্ষা শেষ হবে আগামী ১১ নভেম্বর ও জেডিসি পরীক্ষা শেষ হবে আগামী ১৩ নভেম্বর। চলতি বছর মোট কেন্দ্রের সংখ্যা দুই হাজার ৯৮২টি। মোট ২৯ হাজার ২৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিচ্ছে। চৌহালীর চলমান পরীক্ষার কেন্দ্রগুলো ঘুরে দেখা গেল নকল মুক্ত পরিবেশে জেএসসি ও জেডিসি পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গণমাধ্যমকর্মীরা চৌহালী উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদের সাথে সাক্ষাৎ করলে তিনি বলেন, চৌহালীতে নকল মুক্ত পরিবেশে পরীক্ষা হচ্ছে। সে সময় উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন।