সাব রেজিষ্ট্রী অফিসের দলিল লেখক ও ষ্ট্যাম্প ভেন্ডার সমিতির দুই-গ্রুপের লাঠি-শোঠা নিয়ে মারমুখী উত্তেজনা
তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ী সাব-রেজিষ্ট্রী অফিসের দলিল লেখক ও ষ্ট্যাম্প ভেন্ডার কল্যান সমিতির দুই-গ্রুপের বাক-বিতন্ডার একপর্যায়ে লাঠি-শোঠা নিয়ে মারমুখী উত্তেজনায় সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন অবরুদ্ধ অবস্থায় পুলিশ উদ্ধার করেছে বলে তথ্য পাওয়া গেছে।
আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সরিষাবাড়ী সাব-রেজিষ্ট্রী অফিসে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জমি ক্রেতা-বিক্রেতাদের মাঝে আতংকের সৃষ্টি হলে তারা দৌড়া দৌডি করে পালিয়ে যায়।খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ নিয়ে উভয় পক্ষের মাঝে যে কোন সময় উত্তেজনায় রক্ষক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা আশংকা করছে। সাব-রেজিষ্ট্রী অফিসের দলিল লেখক ও ষ্ট্যাম্প ভেন্ডার কল্যান সমিতির সূত্রে জানা যায়, সরিষাবাড়ী সাব-রেজিষ্ট্রী অফিসের সাব-রেজিষ্ট্রী অফিসের দলিল লেখক ও ষ্ট্যাম্প ভেন্ডার কল্যান সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন এর বিরুদ্ধে দলিল লেখক ও ষ্ট্যাম্প ভেন্ডার সমিতির সদস্যদের জমাকৃত ৮০ লাখ টাকা আত্নসাতের অভিযোগ এনে সম্প্রতি সমিতির একাংশ আদালতে একটি মামলা দায়ের করেছেন।ওই মামলা দায়ের করার পর থেকে কামাল হোসেন আত্নগোপনে থাকে। আজ সোমবার সকালে কামাল হোসেন সাব রেজিষ্ট্রি অফিসে আসেন। অফিসে আসার পর সোহেলে নেতৃত্বে কিছু ভাড়াটিয়া লোকজন নিয়ে সাব রেজিষ্ট্রি অফিসের কামাল হোসেন এর কক্ষে সমিতির একটি অংশ সিন্ডিকেট হয়ে লাঠিসোঠা নিয়ে কামাল হোসেনের ওপর হামলা চালায়।ধাওয়া খেয়ে পালিয়ে একটি কক্ষে অবরুদধ হয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষ সংঘর্ষের জন্য সমবেত হয়ে প্রস্তুতি নিলে খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অবরুদ্ধ অবস্থায় মোবাইলে উর্ধবতন মহলে জানালে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ও উদ্ধার করে বাড়িতে দিয়ে আসে। তিনি আরও জানান আমি গত ১৩ জুন থেকে অফিসে যাইনা।
এ ব্যাপারে সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন,আমাকে সোহেল রানার নেতৃত্বে সমিতির এশটি অংশ সিন্ডিকেট হয়ে আমার বিরুদ্ধে ৮০ লাখ টাকার মিথ্যা অভিযোগ এনে মামলা করেছে। তাই আমি অফিসে যাই না।এর পরের সোমবার অফিসে গেলে আমাকে নানা হুমকি দিতে থাকলে সমিতির একাংশের পক্ষে সোহেল রানা জানান, কামাল হোসেন এর বিরুদ্ধে আদালতে ও সরিষাবাড়ী থানায় মামলা থাকা সত্ত্বেও অফিস খোলার প্রথম দিন সোমবার(১৬ আগষ্ট) সাড়ে ১১টার দিকে অফিসে আসে। পরে আমরা বিষয়টি বুঝতে পেরে আমরাও প্রতিবাদ করি। এক পর্যায়ে তীব্র উত্তেজনায় সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করে পরিস্থিততি নিয়ন্ত্রনে আনে। জানতে চাইলে সরিষাবাড়ী সাব রেজিষ্ট্রিার বিলকিছ আরা কে মোবাইল ফোনে ফোন করলে তিনি রিসিপ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি(তদন্ত) আব্দুল মজিদ জানান, সরিষাবাড়ী সাব- রেজিষ্ট্রী অফিসের দলিল লেখক ও ষ্ট্যাম্প ভেন্ডার কল্যান সমিতির দু-গ্রপের মারমুখি উত্তেজনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে।