সাধারণ সম্পাদক পদ শূন্য রেখে কামারখন্দ প্রেসক্লাবের কমিটি গঠন
খাইরুল ইসলাম ,( স্টাফ রিপোর্টার) :
সাধারণ সম্পাদক পদ শূন্য রেখে কামারখন্দ প্রেসক্লাবের নতুন পূণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে । শনিবার বিকাল ৩ টায় আহবায়ক কমিটির বৈঠকে এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় । নতুন কমিটিতে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয় সভাপতি পদে গোলাম কিবরিয়া, সহ-সভাপতি রাইসুল ইসলাম রিপন, সহ-সাধারণ সম্পাদক মো. আশিক সরকার এবং সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম । সেই বৈঠকে সাধারণ সম্পাদক পদের প্রার্থীদের মধ্য মত বিরোধ হওয়ায় পর্রবর্তী সভায় সদস্যদের ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। তার প্রেক্ষিতে ৪জন প্রার্থী উক্ত পদে নির্বাচন করার জন্য আগ্রহ প্রকাশ করে । আগ্রহী প্রার্থীরা হলেন, রাকিবুল ইসলাম রুবেল, রাজ্জাক রাজ, দুলাল হোসেন, ইয়াছিন কবির ।
উক্ত নির্বাচন নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি বলেন, আপনারা যদি সুষ্ঠ নির্বাচন করতে চান তাহলে আমার বরাবর একটা দরখাস্ত্র প্রদান করেন । আমি সরকারি বিধিমালা মতাবেক রিটারনিং কর্মকর্তা এবং প্রিজাইডিং অফিসার নিয়োগ করে নির্বাচন অনুষ্ঠিত করবো ।তিনি আরও বলেন প্রার্থীরা আমার নিযুক্ত করা প্রিজাইডিং এর কাজ থেকে নির্ধারিত করা মূল্যে দিয়ে ফরম উত্তোলন করে যাতে প্রতিধন্ধিতা করতে পারে সে ব্যবস্থা গ্রহন করবো।