সাংসদ মুন্না কে নাগরিক সংবর্ধনা, আসছেন জেমস, নচিকেতা,মমতাজ- সাজছে সিরাজগঞ্জ।
শুভ কুমার ঘোষ, বিশেষ প্রতিনিধিঃ
একাদশ জাতীয় নির্বাচনে বিপুল ভোটে টানা দ্বিতীয় বারের মতো সাংসদ নির্বাচিত হওয়ায় ৬৩,সিরাজগঞ্জ-২ আসনের গনমানুষের নেতা অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না মহোদয়কে আগামী ২৩শে ফেব্রুয়ারী এক বিশাল নাগরিক গন সংবর্ধনার আয়োজন করেছেন সম্মিলিত নাগরিক জোট, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে আয়োজিত নাগরিক গন সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয়েছে এক বিশাল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। সঙ্গীত পরিবেশন ও সিরাজগঞ্জ মাতাতে আসছেন নগর বাউল খ্যাত জেমস, সিরাজগঞ্জ বাসীর মনে দোলা দিতে আসছেন ওপার বাংলার জনপ্রিয় বাস্তব ধর্মী সঙ্গীত শিল্পী নচিকেতা। তাছাড়াও স্থানীয় সহ আরো অনেক কণ্ঠশিল্পী সঙ্গীত পরিবেশনে অংশ নিবেন। আয়োজক প্রতিষ্ঠানের সংগে সম্পৃক্ত একজনের সংগে কথা বলে জানাগেছে উক্ত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্তিত থাকবেন প্রশাসনের উচ্চপর্যায়ের অনেক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সিরাজগঞ্জ এর সাধারণ জনগণ। সরেজমিনে দেখা গেছে সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে যেন নানা রঙ্গে সাজছে শহীদ সামসুদ্দিন স্টেডিয়াম সহ পুরো সিরাজগঞ্জ শহর। কয়েকদিন হলো চলছে মঞ্চ তৈরী সহ নানান ধরনের প্রস্তুতি মূলক কাজ। রাস্তার মোড়ে মোড়ে নেতাকর্মীরা তৈরি করেছেন অজস্র তোরন। সিরাজগঞ্জ বাসীও যেন প্রস্তুত সাংসদ কে সংবর্ধনা দেয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের জন্য। সূত্রে জানা গেছে সিরাজগঞ্জ জেলার সকল থানা থেকেই লোক সমাগোম ঘটবে এটা মাথায় রাখা হয়েছে। অনেক মানুষের ভিড়ে যেন কোনো অপ্রীতিকর কিছু না ঘটে তার জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কড়া নজরদারিতে রাখা হবে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থল।