রায়গঞ্জ/সলঙ্গারায়গঞ্জ/সলঙ্গা

সলঙ্গায় র‌্যাব-১২ এর অভিযানে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শাহিন আটক

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানায় র‌্যাব-১২’র মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ শাহিন আলম(৩৩) নামের এক শীর্ষ মাদক সম্রাটকে গ্রেফতার হয়েছে ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়া শিকার আকন্দ পাড়া গ্রামের মোঃ সাইদার আলী আকন্দের ছেলে।

জানা যায় ১৯ ডিসেম্বর রোববার গোপন সাংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ান র‌্যাব-১২’র এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের এর নেতৃত্বে সদর কোম্পানীর একটি আভিযানিক দল উজেলার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামে ঢাকা-রাজশাহী মহাসড়কের দক্ষিন পার্শ্বে ভাই ভাই হোটেলের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৪ পিচ ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শাহিনকে গ্রেফতার করেছে।

এ সময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ২৭ টাকা জব্দ করা হয়।