রায়গঞ্জ/সলঙ্গা

সলঙ্গায় অজ্ঞাত গাড়ীর চাপায় যুবকের মৃত্যু

মাসুদ রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে সলঙ্গায় হাটিকুমরুল বনপাড়া মহাসড়কে রাস্তা পারাপারের সময়ে অজ্ঞাত গাড়ীর চাপায় প্রশান্ত চন্দ্র ( ৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে ঢাকা টু বনপাড়া মহাসড়কে মামা ভাগ্নে হোটেলের সামনে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রশান্ত চন্দ্র সিরাজগঞ্জের তাড়াশ থানার চর হামকুরিয়া গ্রামের সূর্য কান্তর ছেলে প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রশান্ত চন্দ্র ( ৪০) রাস্তা পারাপারের সময় হঠাৎ পিছন দিক থেকে একটি গাড়ি এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পথচারী যুবক রাস্তা পার হওয়ার সময় পিছন দিক থেকে অজ্ঞাত গাড়ী এসে চাপা দিলে ঘটনাস্থলেই তাহার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।