সলঙ্গার চড়িয়া ট্রাক চাপায় ১জন নিহত।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় আব্দুল জলিল (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি২০১৯) সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের চড়িয়া শিকার কবরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের পাটধারী গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। হাটিকুমরুল হাইওয়ে থানার উপ -পরিদর্শক (এসআই) শাহীন রেজা জানান, সকালে চড়িয়া শিকার কবরস্থান এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আব্দুল জলিল। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা আব্দুল জলিলকে উদ্ধার করে হাটিকুমরুল গোল চত্বরের একটি হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।