সলঙ্গার ঘুরকা গ্রামে ৬০বছর পর পৈত্রিক সম্পত্তি দখল ফিরে পেলেন সূর্য বানু ।
নিজস্ব প্রতিবেদক ঃ
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুরকা গ্রামে ৬০ বছর পর পৈত্রিক সম্পত্তির দখল বুঝিয়ে পেলেন সূর্য বানু গংরা। শনিবার ( ২৮ এপ্রিল-২০১৯) দুপুরে এ সম্পত্তি বুঝিয়ে পেয়ে ওই অসহায় পরিবারটি এখন আনন্দিত। জজ কোর্টের এ্যাডঃ সিরাজুল ইসলাম তরিকুল ও নাজির ইসমাইল হোসেন সাংবাদিকদের জানান, উক্ত মৌজার গ্রামে মৃত জুড়ান উদ্দিন সরকারের ২ মেয়ে মৃত জহুরা খাতুন ও সুর্য্য বানু গং এর পত্রিক সম্পত্তি দীর্ঘ ৬০ বছর ধরে ঘুরকা ২০ শতাংশ ফসলী জমি জোর পূর্বক ভোগ দখল ও চাষাবাদ করে আসছিল স্থানীয় প্রভাবশালী প্যারিলাল দাসের ছেলে সুকুমার গংরা। এ ব্যাপারে, ২০০৫ সালে জহুরা খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ জজ কোর্টে পত্রিক সম্পত্তি ভোগ দখল করে আসছে মর্মে সুকুমার গংদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে গত ২২ জুন ২০১৪ সালে মামলার ডিগ্রী প্রাপ্ত হয়। অতঃপর তিনি ডিগ্রী জারি মোকদ্দমাও করেন। কিছুদিন যেতে না যেতেই সুকুমার গংরা ওই জায়গার ভুয়া জাল দলিল করে নিজের জায়গা বলে দাবী করেন এবং আদালতে মিথ্যা মামলা দায়ের করে। দীর্ঘ ১৪ বছর বিজ্ঞ আদালতের শুনানি শেষে আদালত জহুরা খাতুনের পক্ষে রায় প্রদান করেন। আদালতের নির্দেশে শনিবার দুপুরে সরজমিনে ঘুরকা গ্রামে ঘুরকা মৌজায় উচ্ছেদ ও ঢাক ঢোল পিটিয়ে ৫৮৩, ১৭৮, ২৭৮, ১৮৮-১৮৯ দাগ নং এর ১২০ শতাংশ জমি সুর্য্য বানু গংদের বুঝিয়ে দেওয়া হয়।