সলঙ্গায় হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় ১০৫ গ্রাম হেরোইনসহ একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২’র সদস্যরা।
শনিবার সকালে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব ১২। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অদ্য ২৩ ই আগষ্ট রাত ২ টার সময় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের উত্তর পার্শ্বে নুর জাহান হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০৫ গ্রাম হেরোইনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন এবং নগদ সাতশত টাকা জব্দ করা হয়।
র্যাব আরো জানায়, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য হেরোইন বাসে বহন করে নিজ হেফাজতে রেখে ময়মনসিংহ জেলা ও তার আশপাশ এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেপ্তারকৃত আসামি, চাপাইনবাবগঞ্জ জেলার, শিবগঞ্জ উপজেলার, বালুর চর গ্রামের, মো.উলাল উদ্দিনের মেয়ে, মোছাঃ রেকশোনা বেগম (৩২)।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, র্যাব-১২’র সদর কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।#
মো. পারভেজ সরকার।
রায়গঞ্জ প্রতিনিধি, সিরাজগঞ্জ।
২৩-০৮-২০২৫