সলঙ্গায় ডিবি’র অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক-২
নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৩০০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রবিবার (১৮-এপ্রিল) গভীর গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার হাসিবুল আলমের দিক নির্দেশনায় এসআই নাজমুল হকের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে সলঙ্গা থানাধীন হাটিকুমরুল থেকে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আতিকুল ইসলাম (৪৬), পিতা- মৃত আছের উদ্দিন শাহ, গ্রাম-চাঁচকৈড় পুরানপাড়া, থানা- গুরুদাসপুর, জেলা- নাটোর ২। মোঃ ফজলুর রহমান (৪৮), পিতা-মৃত আব্দুর রশিদ, গ্রাম- উত্তর ফরিদপুর, থানা- রায়গঞ্জ, জেলা- সিরাজগঞ্জ
এ সংক্রান্তে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।