সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় চির বিদায়, চিরনিদ্রায় শায়িত হলেন সিরাজগঞ্জের প্রবীণ রাজনীতিবীদ ও বিশিষ্ট ব্যবসায়ী মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান (৭০)। রোববার (২২ডিসেম্বর) বাদ যোহর সিরাজগঞ্জ সরকারী কলেজ মাঠে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব ওনার শেষে তার জানাযা অনুষ্ঠিত হয়। এরপর তার কফিনে ফুলেল শ্রদ্ধা ও ভালবাসায় বিদায় জানান বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।
পরে শহরের রহমতগঞ্জ কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযা ও দাফনকার্যে মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পার্টি, জাসদ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সকল শ্রেনী-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। সদালাপী মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খানের মৃত্যু সংবাদে সিরাজগঞ্জের সকল শ্রেনী-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জানাযা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, সিরাজগঞ্জ চেম্বার অব কর্মাস ইন্ডাষ্ট্রিজ লিঃ এর প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ কে,এম হোসেন আলী হাসান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা ইসহাক আলী, বিএনপি কেন্দ্রীয় কমিটির তাতী বিষয়ক সম্পাদক গাজী হুমায়ন ইসলাম খান, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জাসদ নেতা গাজী আব্দুল হাই তালুকদার, জেলা জাতীয় পার্টির সভাপতি গাজী মির্জা ফারুক আহম্মেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী সোহরাব আলী সরকার, গাজী শফিকুল ইসলাম শফি, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপি নেতা এ্যাডঃ মোকাদ্দেস আলী,সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব দানিউল হক দানী মোল্লা, ও মরহুমের ছেলে সুমন প্রমূখ।
মৃত্যুকালে তিনি আমেরিকা প্রবাসী স্ত্রী, মেয়ে এবং এক ছেলে রেখে গেছেন। স্ত্রী ও মেয়ে বর্তমানে আমেরিকা থাকলেও ছেলে দেশে রয়েছেন। শুক্রবার রাতে ঢাকার বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল ইসলাম খান মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন যাবত তিনি হার্ডের সমস্যায় ভুগছিলেন। দেশের বাইরে এবং দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা শেষে সম্প্রতি তাকে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার রাতে তার মরদেহ সিরাজগঞ্জের বাড়িতে আনা হয়। ভিক্টোরিয়া স্কুলের প্রাক্তন ছাত্র শহরের বাহিরগোলা রোডের বাসিন্দা সিরাজুল ইসলাম খান ১৯৬৮ সালে সিরাজগঞ্জ সরকারী কলেজের নির্বাচিত জিএস ছিলেন। দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। তৎকালীন উত্তরাঞ্চলের সর্ববৃহৎ পাটকল কওমী মজদুর ইউনিয়নের সাধারন সম্পাদক ছিলেন। সিরাজগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির কয়েকবার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। স্বাধীনতা পরবর্তীতে আওয়ামীলীগ পুনঃগঠনে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।