সারাদেশ

সরিষাবাড়ীতে ১০৫ লিটার চোলাইমদসহ ৪জন গ্রেপ্তার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : তৌকির আহাম্মেদ হাসু ঃ

জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০৫ লিটার চোলাইমদ সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে আরামনগর বাজারের সুইপার কলোনীতে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে,সরিষাবাড়ী পৌর সভার আরামনগর বাজারের সুইপার কলোনীতে গত শুক্রবার রাতে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমানের নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাজা বাসফোর(৫০),সুমন বাসফোর(২২) এ ঘর থেকে ৫৫ লিটার চোলাইমদসহ তাদের গ্রেপ্তার করে। পাশের ঘর থেকে পিচু বাসফোর(৪৫), অজয় বাসফোরকে (৩০) ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করেন।
অপর দিকে গতকাল শনিবার ভোরে পৌর শহরের কামরাবাদ গ্রামে পুলিশ অভিযান চালিয়ে খালেক তরফদারকে(৪৮) ৪০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে। সরিষাবাড়ী থানার এসআই রকিবুজ্জামান তালুকদার ও আসমা খাতুন বাদী হয়ে পাঁচ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর গতকাল শনিবার দুপুরে পাঁচ মাদক ব্যবসায়ী আদালতের মাধমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান বলেন,
মাদক ব্যবসায়ীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।