সরিষাবাড়ীতে স্কুল ছাত্রকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা
সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ীতে পাওনা টাকা নিয়ে স্কুল ছাত্রকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা’র অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে উপজেলার কান্দার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে । এ ঘটনায় রৌশনারা (৫৮) নামে এক মহিলাকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে,সরিষাবাড়ী উপজেলার
পোগলদিঘা ইউনিয়নের চকপাড়া গ্রামের আব্দুর রশীদের কলেজ পডুয়া
ছেলে সাগরের নিকট পাশের চেচুয়াবাধা গ্রামের আব্দুস সাত্তারের
ছেলে ফাহিম তার বড় ভাইয়ের জন্য ৮ম শ্রেনী পাশ সার্টিফিকেটের জন্য
২ হাজার টাকা দেয়। সাগর সার্টিফিকেট না দেয়ায় ফাহিম তার বন্ধু
পলাশ(১৫) কে সাথে নিয়ে রোববার রাতে সাগরের বাড়ীতে টাকা ফেরত
চাইতে গেলে সাগর তার পিতা আব্দুর রশীদ মাতা ও দাদী রৌশনারা
উত্তেজিত হয়ে তাদেরকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে বন্ধু ফাহিম পালাতে
সক্ষম হলেও রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীতে পড়–য়া শিক্ষাথী পলাশ
(১৫) হুমড়ি খেয়ে পড়ে গেলে তাকে কে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত
করে। স্থানীয়রা চিৎকার শুনে পলাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে ভোর রাতে সে
মারা যায়। নিহত স্কুল ছাত্রের পিতা দিনমুজুর সাইফুল ইসলাম বলেন,আমার
ছেলেকে সাগর তার পিতা আব্দুর রশীদ -মাতা ও দাদী রৌশনারা কুপিয়ে
হত্যা করেছে। আমি বিচার চাই।