সরিষাবাড়ীতে লম্পট যুবকের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ
তৌকির আহাম্মেদ হাসু ,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে যুবকের বিরুদ্ধে শিশু বলাৎকারের অভিযোগ
উঠেছে। ঘটনাটি পৌর সভার কামরাবাদ বেপারী পাড়া এলাকায় গত ৩১ জুলাই
দুপুরে এ ঘটনা ঘটেছে। বলাৎকারের শিকার শিশুটি ১লা আগষ্ট থেকে দুই দিন
যাবৎ জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লম্পট যুবক গা
ঢাকা দিয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে,সরিষাবাড়ী পৌর সভার কামরাবাদ বেপারী পাড়া গ্রামের জবান আলীর ছেলে নাছির উদ্দিনের বাড়ীতে একই গ্রামের পাশের বাড়ীর আব্দুল খালেক এর ছেলে বিপ্লব(৮) ৩১ শে জুলাই দুপুরে টিভি দেখতে যায়। এ সময় নাছিরের ঘরে বিপ্লব(৮) কে একা পেয়ে জোর পূর্বক বলাৎকার করে।শিশুটি কান্নাকাটি করে তার বাড়ীতে গিয়ে পিতা আব্দুল খালেক ও মাতা বেমলা বেগমকে বিষয়টি জানায়। পরে শিশুটির মলদ্বারে ও পরনে থাকা প্যান্টে লেগে থাকা রক্ত দেখতে পায়। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়ভাবে মিমাংসার জন্য গত বৃহস্পতিবার রাতে উভয় পক্ষ কে সমঝোতার জন্য দিন ধার্য করে মাতাব্বর গন। ইতিমধ্যে বৃহস্পতিবার সন্ধায় যুবক নাছির উদ্দিন বলাৎকারের শিকার শিশুর পিতা-আব্দুল খালেক এর উপর অর্তকিত হামলা করে মারধর করে।এ সময় খালেকের স্ত্রী বেমলা ফিরাতে এলে তাকেও মারধর করে। পরে বলাৎকার ঘটনায় বিচারের পরিবর্তে মারপিট করায় গত ১লা আগষ্ট শিশুটিকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ধেসঢ়;্র নিয়ে চিকিৎসার জন্য নিয়ে যায়। শিশুটির অবস্থা বেগতি দেখে সরিষাবাড়ী হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার লুৎফর রহমান উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরন করেন।শিশুটি জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে আব্দুল খালেক নিশ্চিত করেন।এ নিয়ে এলাকায় চাপা ক্ষোভ সহ নানা সচেতন এলাকাবাসীর মাঝে সমালোচনার ঝড় বইছে।
এ ব্যাপারে শিশুর পিতা আব্দুল খালেক বলেন,আমার শিশু ছেলেকে বলৎকার করেছে লম্পট নাছির। তিনি আরোও বরেন, আমাকে ও আমার স্ত্রী বেমলাকেও মারপিট করেছে। আমি এর বিচার চাই। নাছির উদ্দিনের বাড়ীতে বিষয়টি সর্ম্পকে জানতে গেলে তার পরিবারের কাউকে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, শিশু বলৎকার ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। আভিযোগ পেলে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।