সরিষাবাড়ীতে মুজিব বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও নবাগত চিকিৎসকদের বরণ অনুষ্ঠান
তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
আয়োজনে আলোচনা সভা ও ৩৯ তম বিসিএস নবাগত চিকিৎসকদের বরণ অনুষ্ঠান
শুক্রবার সন্ধায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ বি এম শফিকুর
রহমান সভাপতিত্ব করেন।এতে প্রধান অতিথি তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ
হাসান এমপি কে জেলা সিভিল সার্জন গৌতম রায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
চিকিৎসকগন ফুলৈল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।পরে সদ্য উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে যোগদানকৃত ৩৯ তম বিসিএস নবাগত চিকিৎসকদের ফুলের তোড়া
দিয়ে প্রধান অতিথিও তাদের বরণ করে নেন।
বরনকৃত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগন হলেন-আর এম ও
ডাঃ নাঈমা তাজরিন,এম ও (এনেসথেশিয়া)ডাঃ মোঃ জাহিন-উল-কবীর,ইএম ও ডাঃ মোঃ
মুনতাসির রহমান,সাতপোয়া-ইউনিয়ন স্বাস্থ্য উপ কেন্দ্রের সহকারী সার্জন- ডাঃ
সারজিয়া হাসান মিথী.পোগলদিঘা উপ স্বাস্থ্য কেন্দ্রের এম ও ডাঃ ডাঃ ইসমত জাহান
সুমনা, ডোয়াইল ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন ডাঃ রবিউল
ইসলাম,বাউসী (ভাটারা) উপ স্বাস্থ্র কেন্দ্রের সহকারী সার্জন ডাঃ মোঃ রেজাউল
করিম,মহাদান ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন- ডাঃ ফাহমিদা জামান
তিথী।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ,উপজেলা আওয়ামী লীগের
সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা,সাধারন সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর
রশীদ,সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার
মোফাজ্জল হোসেন,জামালপুর সিভিল সার্জন গৌতম রায়,জেলা আওয়ামী লীগের উপ দপ্তর
সম্পাদক জহুরুল ইসলাম মানিক,জেলা সিনিয়র তথ্য অফিসার নুরন্নবী
খন্দকার,সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান,পৌর মেয়র
রুকুনুজ্জামান রোকন,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার গোলাম রব্বানী, বিআরডিবি
চেয়ারম্যান কামাল উদ্দিন পাঠান,উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল
ইসলাম,যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন মুকুল, আরামনগর কামিল মাদ্রাসা
ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান মানু,সরিষাবাড়ী অনার্স কলেজ ছাত্র
সংসদের ভিপি নাজমুল ইসলাম বজলু, জি এস রাজন আহম্মেদ সহ দলীয় অঙ্গ ও সহযোগী
সংগঠনের নেতা-কর্মীরা উপসিস্থত ছিলেন। নবাগত চিকিৎসকদের বরণ অনুষ্ঠানটি
পরিচালনা করেন-আই এম ও সাইফুর রহমান খান।
নবাগত চিকিৎসকরা প্রধান অতিথির নিকট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ও উপ স্বাস্থ্য
কেন্দ্রের সমস্যাবলী তুলে ধরে বক্তব্য রাখেন। প্রধান অতিথি হাসপাতালের সমস্যাবলী দ্রুত
সমাধানের আশ্বাষ দেন।
আলোচনা সভা ও বরন অনুষ্ঠান শেষে ১৮ সদস্য বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য ব্যাবস্থাপনা
কমিটি গঠন করা হয়। কমিটিতে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি
কে সভাপতি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ বি এম শফিকুর
রহমান কে সদস্য সচিব নির্বাচিত করা হয়।