সরিষাবাড়ীতে মাদক সেবনের প্রতিবাদকারীকে মারপিট করার অভিযোগ
সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধি ঃ তৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ীতে মাদক সেবনের প্রতিবাদকারীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের কুঠির হাট খোলা খেয়া ঘাটে এ ঘটনা ঘটে। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে-সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের কুঠির হাট খোলা খেয়া ঘাটের মালিক হাসমত আলী’র অনুপস্থিতিতে তার কলেজ পডুয়া ছেলে জহুরুল ইসলাম গতকাল মঙ্গবার রাতে স্থানীয় লোকজনকে পারাপার করতে যায়।এ সময় স্থানীয় লোকজনকে নদীর উপারে নিয়ে যায়।খেয়া ঘাটের এ পারে থাকা হাটবাড়ী গ্রামের শফিকুল ইসলামের ছেলে রনি (১৯) ডাকাডাকি করে নিয়ে আসার পর খেয়া ঘাটে নৌকাটিতে পারাপারের যাত্রী না থাকায় নৌকায় ওঠে নৌকাটি নদীর মাঝে নিয়ে যেতে বলে গাজার সিগারেট ধরিয়ে টানতে থাকে।গাজার গন্ধে জহুরুল ইসলাম নৌকায় এ সব নেশা করতে নিষেধ করে।রনি উত্তেজিত হয়ে জহুরুলের কাছে টাকা দাবী সহ তার কাছে থাকা টাকা নিয়ে নেয় এবং মারপিট করে আহত করে পরে জহুরুলের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে জহুরুল কে আহতবস্থায় উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করে।