সারাদেশ

সরিষাবাড়ীতে মাদক বিক্রি ও সেবনে প্রতিবাদ করায় প্রতিবন্ধীসহ ১৫জনকে পিটিয়ে আহত

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টারঃ

জামালপুরের সরিষাবাড়ীতে মাদক বিক্রি ও সেবনের প্রতিবাদ করায় শারীরিক প্রতিবন্ধীসহ ১৫জনকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে ডোয়াইল ইউনিয়নের চরবালিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চরবালিয়া গ্রামের মৃত্য সবা মন্ডলের ছেলে শাহাআলী (৬৫) দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবন করে আসছিল।কিন্তু প্রতিবেশী দেলোয়ার হোসেন দীর্ঘদিন যাবত মাদক বিক্রি ও সেবনে প্রতিবাদ করছিল। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকালে মাদক ব্যবসায়ী শাহা আলীর নেতৃত্বে আমিনুল, সামস ও পারভীনসহ ভাড়াটিয়া ২০/২৫জন সন্ত্রাসী সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে হামলা করে। হামলায় দেলোয়ার হোসেন (৪০), ফজলু (২৮), ফরিদা খাতুন (৪৫), রহমত (৩০), শারীরিক প্রতিবন্ধী ছানোয়ার হোসেন (৩৫), মাছুম (৩৯), রবিউল (২৫), ফিরোজা খাতুন (৫০)সহ অনন্ত
১৫জনকে আহত হয়। আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন
রয়েছে। আহতদের মধ্যে ফিরোজা খাতুনের মুখের উপরে মাড়ির দুটি দাঁত ভেঙ্গে দেয় ও
শারীরিক প্রতিবন্ধী ছানোয়ার হোসেন কে রাম দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
শাহ আলীর ছোট ভাই নাসির উদ্দিন বলেন, আমার পূর্ব পুরুষ থেকেই মাদক সেবন করে আসছে এর ধারাবাহিকতাই ভাই ও ভাতিজারা খায়তেছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোঃ ফজলুল করীম
জানান, অভিযোগ পাইনি, পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।