সরিষাবাড়ীতে মাদকের প্রতিবাদকারীর বাসভবনে হামলা’র অভিযোগ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ীতে মাদকের প্রতিবাদকারীর বাসভবনে হামলা’র
অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে পৌর সভার উদয়ন মোড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সরিষাবাড়ী থানার এস আই রফিকুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ
সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও হামলার শিকার পরিবার সুত্রে জানা গেছে-
সরিষাবাড়ী পৌর সভার উদয়ন মোড়ের উত্তরে আব্দুর রাজ্জাক এর
ছেলে ফারদিন সরকার তার বাড়ীর পূর্ব পার্শ্বে একটি পরিত্যাক্ত
বাসার পাশে বসে গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে
কয়েক জনকে নেশা করতে দেখে প্রতিবাদ করে তারাবীহ নামাজ
পড়তে যায়। পরে জাকির হোসেন রাঙ্গা, সুমন মিয়া, হাবিল
মিয়া সহ ৮/১০ জন মাদক সেবনকারী প্রতিবাদকারীর বাসায়
গিয়ে ফারদিন সরকার কে ডাক দেন। এ সময় তার বোন
সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের অনার্স ১ম বর্ষের
ছাত্রী বৃষ্টি ঘরের দরজা খুলে দিলে তারা দলবদ্ধ হয়ে ঘরে প্রবেশ করে
ফারদিন কে না পেয়ে তার বোন কে তুলে নিতে চেষ্টা করলে বৃদ্ধ
বাবা আব্দুর রাজ্জাক ও মাতা তাহমিনা আক্তার বেবি সরকার
এগিয়ে এলে তাদেরকেও ধাক্কাধাক্কি করে ফেলে দিযে মার ধর সহ
বেবী সরকারের গলায় থাকায় ৮ আনা স্বর্ণের গলার চেইন ও
স্যামস্যাং এবং সাওমী মোবাইল ফোন নিয়ে যায়।তাদের ডাক
চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে
যায়।হামলার নেতৃত্ব দানকারী জাকির হোসেন রাঙ্গা কে
প্রধান আসামী করে ৮ জনের নাম উল্লেখ করে হামলার শিকার
আব্দুর রাজ্জাক বাদী হয়ে মঙ্গলবার রাতেই সরিষাবাড়ী থানায়
অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ
মাজেদুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। আসামীদের
আটক করার চেষ্টা অব্যাহত আছে।