সরিষাবাড়ীতে বিএনপি’র দূর্গে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী পালিত
তৌকির আহাম্মেদ হাসু,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
স্বাধীনতার পর এই প্রথম বিএনপি’র দূর্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহফিল ও চলচিত্র প্রর্দশনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ীর তৎকালীন বিএনপি’র মহাসচিব প্রয়াত ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদারের মায়ের নামে প্রতিষ্ঠিত সালেমা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে জতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।
বিদ্যালয় সুত্রে জানা গেছে-১৯৭০ সালে তৎকালীন ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদারের পিতা রিয়াজ উদ্দিন তালুকদার ও মাতা সালোমা খাতুনের নামে পাশাপাশি দুটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিএনপি মতাদর্শে কারনে তালুকদার পরিবার কেন্দ্রিক পরিচালনা হয়ে আসছিল প্রতিষ্ঠাকালীন সময় থেকে। শহরের প্রান কেন্দ্রে বিদ্যালয় দুটি এমপিও ভুক্ত হলেও অদ্যবধি ওইসব প্রতিষ্ঠানের নেতৃত্ব করার পরিবারের বাইরে কেহ সাসহ পায়নি।বর্তমান আওয়ামী লীগ তৃতীয় বারের মতো ক্ষমতায় আসার পর আলহাজ ডাঃ মুরাদ হাসান এর শক্তিশালী নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগের হাতে বিএন পি অধ্যুষিত প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব চলে আসে। যার ফলে তালুকদার পরিবার কেন্দ্রীক নেতৃত্বের অবসান ঘটলো বলে অনুষ্ঠানে আগত সচেতন মহল মত পোষন করেন।
তাই এবারই প্রথম বিদ্যালয় মাঠে বর্ণ্যঢ্য আয়োজনে জতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকীতে আলোচনা সভা ,দোয়া মাহফিল ও বঙ্গবন্ধুর জীবনাদর্শের উপর নির্মিত চলচিত্র প্রর্দশনীর আয়োজন করা হয়।
বর্তমান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি। তার বক্তব্যে বলেন,পাকিস্তানি দোষর দালাল ও রাজাকার রিয়াজ উদ্দিন তালুকদার পরিবারদের নেতৃত্বাধীন একচ্ছত্র দূর্গ ভেঙ্গে দিয়ে জাতির জনকের দেশ সোনার বাংলার প্রকৃত ইতিহাস তোমাদের মাঝে তুলে ধরতে চাই।তোমরা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রকৃত ইতিহাস জেনে আগামী দিনে তোমরাই নেতৃত্ব দিবে। এজন্য তোমাদের কাছে প্রকৃত ইতিহাস জানাতে চাই ।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতদিন পরিশ্রম করে যাচ্ছে আমাদের কাজ হচ্ছে তাকে সহযোগিতা করে এ দেশকে উন্নত আয়ের দেশে রূপান্তরকরা। খন্দকার মোশতাককে কাপুরুষ আখ্যায়িত করে বলেন জিযাউর রহমান তাকে পৃষ্ঠপোষকতা করে বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করেছে। এরা দেশ ও জাতির শত্রু আখ্যায়িত করে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জেনে জাতির পিতা বঙ্গবন্ধুকে মনে-প্রাণে ধারণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন,সালেমা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন,উপজেলা যুবলীগের সভাপতি একে এম আশরাফুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের শহিদুল ইসলাম নীরব,আসাদুজ্জামান বাবু,শিক্ষার্থী জান্নাতুল আঞ্জু,নীলা শ্রী সাহা,ইঞ্জিলা পারভীন প্রমুখ।অনুষ্ঠানে আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ শিক্ষক- কর্মচারী,সূধী জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন- জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক।