সরিষাবাড়ীতে বালি ভর্তি মাহিন্দ্রের ধাক্কায় যুবক নিহত
তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে খোকন মিয়া(২৮)নামে ্ধসঢ়;এক যুবক বালি ভর্তি মাহিন্দ্রের
ধাক্কায় গতকাল মঙ্গলবার তারাকান্দি-ভুয়াপুর-টাঙ্গাইল রোড়ের পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ের
সামনে নিহতের ঘটনা ঘটেছে। নিহত যুবক উপজেলার পিংনা ইউনিয়নের বাসুরিয়া
গ্রামের মজিবর রহমানের ছেলে বলে জানা গেছে। নিহত যুবক একজন কাঠ মিস্ত্রী ছিলেন।
সে বাই সাইকেল যোগে পেশাগত কাজে পিংনা বাজারে যাওয়ার পথে পথিমধ্যে এ ঘটনা
ঘটে। খবর পেয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ বালি ভর্তি মাহিন্দ্রটি স্থানীয়
জনগনের সহযোগীতায় জব্দ করে ফাড়িতে নিয়ে আসে।