সরিষাবাড়ীতে বন্যাদুর্গতদের মাঝে মেয়রের ত্রান বিতরন
তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা মেয়র রুকুনুজ্জামান রোকনের
ব্যক্তিগদত উদ্যোগে সহা¯্রাধিক বর্ন্যাতদের মাঝে শুকনো খাবার
বিতরন করা হয়েছে। এছাড়াও সরকারি বরাদ্ধে মে.ট্রন চাল ও খাবার
স্যালাইন,পানি বিশুদ্ধকরন ট্যাবলেট বন্যা কবলিত মানুষের মাঝে ত্রান
বিতরন করা হয়। আজ শুক্রবার পৌরসভার ও বাসভাসি ১০ টি স্থানে
সহা¯্রাধিক মানুয়ের মাঝে ৫ কেজি করে চাল বিতরন করা হয়েছে।
বিতরণকালে সরিষাবাড়ী পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন ,সহকারি
উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম,পৌর প্যানেল মেয়র
মোহাম্মদ আলী,কাউন্সিলর কালা চান পাল, জহুরুল ইসলাম, সোহেল রানা,
সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক নবতান পত্রিকার
নির্বাহী সম্পাদক আবুল হোসেন, যুগ্ন সম্পাদক তৌকির
আহাম্মেদ হাসু,প্রথম আলো প্রতিনিধি শফিকুল ইসলাম,মাই টিভি
প্রতিনিধি জুলফিকুর রহমান,বিজয় টিভি প্রতিনিধি সোহানুর
রহমান সোহান, সাংবাদিক সংস্থার সহ-সভাপতি মোস্তাক আহমেদ
মনির, সাধারন সম্পাদক মশিউর রহমান ,সরিষাবাড়ী অর্নাস কলেজ
ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক জোবায়ের
রহমান সুমন, পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক আর.এম রাকিব,ছাত্রলীগ
নেতা নাজমুল হুদা বজলুসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।