সরিষাবাড়ীতে ফসল উৎপাদনে আধুনিক কলাকৌশল বিষয়ে প্রশিক্ষন কর্মসূচী
সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি ঃ তৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ীতে ২০১৮-১৯ অর্থ বছরে রাজস্ব অর্থায়নে বাস্তবায়িত প্রর্দশনীভুক্ত ফসল উৎপাদনের আধুনিক কলাকৈৗশল বিষয়ে প্রশিক্ষন কর্মসূচী গতকাল বুধবার দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।দিন ব্যাপী খরিপ মৌসুমে’র প্রশিক্ষন প্রদান করেন জামালপুরের কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা ড. মোঃ হযরত আলী।এ সময় আরও বক্তব্য রাখেন-উপজেলা কৃষি অফিসার আবদুল্লাহ আল মামুন,কৃষি সম্প্রসার অফিসার উম্মে তামিমা প্রমুখ।এতে ৭০ জন লিচু,আউস,রোপা আমন,পাট,আম,লেবু চাষীকে প্রশিক্ষন দেয়া হয়।