সরিষাবাড়ীতে প্রথম আলো প্রতিনিধি শফিকুল ইসলামকে লাঞ্চিতের ঘটনায় থানায় অভিযোগ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ী প্রথম আলো উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলামকে লাঞ্চিত করার অভিযোগে গতকাল রোববার রাতে সরিষাবাড়ী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগে জানা গেছে, দৈনিক প্রথম আলো সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম তার পেশাগত দায়িত্ব পালনে উপজেলা পরিষদে যান। সেখানে পৌর সভার উপজেলা চত্বর এলাকার মৃত লেবু মিয়ার ছেলে বাবু মিয়া সাংবাদিককে কোন কারন ছাড়াই টুটি ধরে এবং তার টুটি ছিড়ে ফেলার হুমকি প্রদান করে।এ ঘটনায় গতকাল রোববার রাতে সাংবাদিক শফিকুল ইসলাম বাদী হয়ে সরিষাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় সরিষাবাড়ী প্রেস ক্লাব, সরিষাবাড়ী রিপোটার্স ইউনিটি’র কর্মকর্তা ও সদস্য বৃন্দ উক্ত ঘটনার
তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সাংবাদিক লাঞ্চিতকারীকে গ্রেফতারের দাবী জানিয়েছেন। অন্যথায় কর্মসূচী গ্রহনের হুশিয়ারী উচ্চারন করেছেন সাংবাদিক বৃন্দ।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান জানান,অভিযোগ পাওয়া গেছে,দ্রুত এই দোষীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।