সারাদেশ

সরিষাবাড়ীতে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

তৌকির আহাম্মেদ হাসু ,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের উদ্ধ্যোগে ব্রাক উন্নয়ন সংঘের সহযোগীতায় জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে প্রধান সড়কে বর্ণ্যাঢ্য র‌্যালী শেষে ৮টি ধাপে হাত ধোয়া প্রর্দশন ও আলোচনা সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।এতে প্রধান অতিথী হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যন বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান বক্তব্য রাখেন।স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৈৗশলী সেকান্দর আলী।আরো বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক,কামরাবাদ ইউপি চেয়ারম্যান মনছুর আলী খান,সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) জোয়াহের হোসেন খান প্রমুখ।আলোচনা সভা পরিচালনা করেন- উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৈৗশলী কার্যালয়ের মেকার সামিউল আলম।