সরিষাবাড়ীতে ছেলের হাতে মা খুন, ঘাতক ছেলে আটক
তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে ছালেহা বেওয়া (৬০)কে ছুরি দিয়ে জবাই করে হত্যা করেছে এক পাষন্ড ছেলে। বৃহস্পতিবার সকাল অনুমানিক ৭টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল পূর্বপাড়া গ্রামে নিহতের বসত ঘরে এ ঘটনা ঘটেছে।নিহত ছালেহা বেওয়া ডোয়াইল পূর্ব পাড়া গ্রামের মৃত হাতেম আলীর স্ত্রী।তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তানের জননী। ঘাতক ছেলে তার মাকে হত্যা করে পুলিশের হাতে আটক এডাতে পালানোর সময় স্থানীয় এলাকাবাসী ঘাতক মাসুদ রানা(২৫)কে আটক করে নিজ বাড়ীর বাহির বাড়ীতে রশি দিয়ে গাছের সাথে বেঁধে রাখে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে সরিষাবাড়ী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যান সরিষাবাড়ী থানার ইন্সপেক্টর(তদন্ত)জোয়াহের হোসেন খান,এস আই গোলাম সাকলায়েনসহ পুলিশ সদস্যরা। সেখান থেকে ঘাতক মাসুদ রানাকে আটক করে থানায় নিয়ে আসে। বিধবা ছালেহা বেওয়াকে হত্যা করা হয়েছে এ খবর চারদিকে ছডিয়ে পড়লে হাজারো উৎসুক নর-নারীর সমাগম ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে ।
জানতে চাইলে নিহতের পুত্রবধু রোজিনা জানান, শাশুড়ি ছালেহাকে হত্যার সময় রোজিনা বলে চিৎকার করে ডাক দেয়। শাশুড়ির ডাকে সাড়া দিতে গিয়ে শাশুড়ির ঘরে প্রবেশের সময় দেখি মাসুদ আমার শাশুডির বুকের ওপর বসে আছে। আমি ঘরে যেতে চেষ্টা করলে আমাকেও ছুরি নিয়ে মারতে উদ্যত হয়। তখন আমি চিৎকার দিই।পরে স্খানীয় লোকজন এগিয়ে আসে। এসময় মাসুদ পালানোর চেষ্টা করলে লোকজন তাকে আটক করে গাছের সাথে বেঁধে রাখে বলে সাংবাদিকদের জানান তিনি।
এ ব্যাপারে নিহতের বড় ছেলে মুফতি হাবিবুর রহমান(জাহাঙ্গীর)জানান, মাসুদ রানা আমার মায়ের সাথে মাঝে মধ্যে অসদাচরণ করতো।এ ধারাবহিকতায় আজ বৃহস্পতিবার সকালে মাসুদ রানা মায়ের বসত ঘরে ছুরি দিয়ে জবাই করে হত্যা করেছে। তিনি আরও বলেন, মাসুদ রানার বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে।
সরিষাবাড়ী থানার ইন্সপেক্টর(তদন্ত)জোয়াহের হোসেন খান বলেন, মা হত্যাকারী ঘাতক মাসুদ রানাকে আটক করে থানায় আনা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ মাজেদুর রহমান জানান,ঘাতক মাসুদ রানাকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক মাসুদ রানা’র বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।