সরিষাবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোটার্রঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা কৃষি অফিসের আয়োজনে গতকাল সোমবার
সকালে উপজেলা পরিষদ চত্বরে ৮৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।এতে প্রধান অতিথী হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান কৃষকদের মাঝে সার ও বীজ তুলে দেন।এ সময় জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক,উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন,সহকারী পুলিশ সুপার(শিক্ষানবীশ)হালিমুল হারুন,উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার রতন মিয়া,কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল,সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ
মীর রকিবুল হক,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান
দুখু, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন,উপজেলা যুবলীগের সদস্য ও কামরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
পদপ্রার্থী ছামিউল খান, সহ উপ সহকারী কৃষি অফিসারগন উপস্থিত ছিলেন।
জানা গেছে-২০২০-২০২১ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় প্রতি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ ধানের ৫ বীজ কেজি,এম ও পি ১০ কেজি এবং ২০ কেজি ডি এ পি সার বিতরণ করা হয়েছে।