সরিষাবাড়ীতে কেবল নেটওর্য়াকের মালামাল জব্দ, নিয়ন্ত্রন কক্ষে ঝুলছে তালা ॥ গ্রাহকভোগান্তি
সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ীতে ক্যাবল নেটওয়ার্কের মালামাল জব্দ করে নিয়ন্ত্রন কক্ষে এবং মেসার্স মুন এন্টার প্রাইজের ব্যবসা প্রতিষ্ঠানেও তালা ঝুলিয়েছেন বলে সরিষাবাড়ী পৌর মেয়র রুকুনুজ্জামান রোকনের বিরুদ্ধে অভিযোগ ভুক্তভোগীর।গতকাল রোববার পৌরসভার শিমলা বাজার বাসষ্ট্যান্ড শাহরিয়ার মার্কেটে ও আরামনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। ফলে কেবল নেট ওর্য়াকের মালামাল জব্দ করে নেয়ায় উপজেলার শত শত কেবল নেট ওর্য়াক মালিক ও গ্রাহকদের ভোগান্তি
পোহাতে হচ্ছে।পৌর সভা ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে-সরিষাবাড়ী
পৌরসভার বীর ধানাটা গ্রামের আবুল হোসেন চাদ, শিমলা বাজারের আব্দুল হক তরফদার,বাউসীর হারুন অর রশীদ স্বপন,মাইজবাড়ীর হাফিজুর রহমান, উপজেলা চত্বরের নজরুল ইসলাম,ভাটারার কাঞ্চন মিয়া,দিগপাইতের লাল মিয়া,জগন্নাথগঞ্জঘাটের সুজাউল ইসলাম, তারাকান্দির গোপীনাথ ঘোষ,বয়ড়ার হারুন অর রশীদ সহ ১০ জনে যৌথ ভাবে কেবল টি, ভি কন্টোল রুম স্থাপন করে
বিটিবি ও পৌর সভার ট্রেড লাইসেন্স নিয়ে ক্যাবল নেটওয়ার্কে লাইনের সংযোগ ব্যবসা চালিয়ে আসছিল দির্ঘ দিন ধরে।সম্প্রতি সরিষাবাড়ী পৌর কর্তৃপক্ষ আবুল হোসেন চাদ,আব্দুল হক তরফদার,হারুন অর রশীদ স্বপন,হাফিজুর রহমান,নজরুল ইসলাম এর নিকট পৌর কর পরিশোধের নোটিশ জারী করে পৌর কর্তৃপক্ষ।নোটিশের প্রেক্ষিতে পৌর কর পরিশোধ না করায় সরিষাবাড়ী পৌর মেয়র রুকনুজ্জামান রোকন এর নেতৃত্বে শিমলা বাজার বাসষ্ট্যান্ড কন্ট্রোল রুমের নিয়ন্ত্রক শ্রাবন মিয়াকে বের করে দিয়ে জিনিস পত্র পৌর সভায় নিয়ে যান।ফলে সরিষাবাড়ী উপজেলায় ডিস লাইনে টিভি মালিকরা তাদের পরিবার পরিজন নিয়ে টিভি দেখতে না পরায় তাদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এ ছাড়াও উপজেলা ক্যাবল অপারেটর মালিক সমিতির সভাপতি হওয়ায় আবুল হোসেন চাদ এর আরামনগর বাজারে স্থাপিত মেসার্স মূন এন্টার প্রাইজ দোকানটিও বন্ধ করে তালা ঝুলিয়ে দেয়ায় সচেতন মহলের মাঝে
নানা সমালোচনার ঝড় বইছে।জানতে চাইলে ভুক্তভোগী ক্যাবল অপারেটর অংশিদারী আব্দুল হক তরফদার বলেন, সরিষাবাড়ী পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন দেশের কোন পৌর সভায় কেবল টি, ভি ব্যবসায়ীদের নিকট ভূতুড়ে শতকরা ১০% পৌর কর নির্ধারন না করলেও মেয়র রুকন আমাদেরকে হয়রানি করছে। আমাদের কমৃচারী শ্রাবনকে কন্ট্রোল রুম থেকে বের করে দিয়ে আমাদের জিনিস পত্র নিয়ে যাওয়ায় উপজেলার কেউ টিভি দেখতে পারছেনা। আমরা এ ব্যাপারে আজ সোমবার জেলা কেবল অপারেটর সমিতির সদস্যদের নিয়ে আলোচনা স্বাপেক্ষে ও জামালপুরে সাংবাদিক সম্মেলন করে ব্যাবস্থা নেয়া হবে।এ ব্যাপারে সরিষাবাড়ী পৌর মেয়র রুকনুজ্জামান রোকন বলেন,কেবল টি, ভি ব্যবসায়ীদের নিকট বিগত ০৫(পাঁচ) বছরের পৌরসভার সংযোগ ফি বকেয়া -১,৬২,০০০০০(এক কোটি বাষট্টি লক্ষ) টাকা পাওনা রহিয়াছে উক্ত অর্থ পরিশোধের জন্য ৪ বার অবহিত করা সত্ত্বেও পাওনা টাকা পরিশোধ না করায় পৌরসভার আইন ২০০৯ অনুযায়ী কেবল টি, ভি সম্প্রচার এবং সংযোগ বন্ধ করে কন্ট্রোল রুম থেকে জিনিপত্র জব্দ করে পৌরসভায় আনা হয়েছে। পৌর কর পরিশোধ স্বাপেক্ষে কন্ট্রোল রুমের জিনিসপত্র ফেরত দেয়া হবে।