সরিষাবাড়ীতে আওয়ামীলীগ নেতাকে পিটিয়েছে ইউপি সদস্য।
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামীলীগ নেতাকে এক ইউপি সদস্য পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর তেতুল তলা রোকনের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী ও পুলিশ সুত্রে জানা গেছে-সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক ৮ নং ওয়াড় আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বকুল কে খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগ দেয়া হয়েছে । ওই ডিলার হিসেবে ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মনিরুজ্জামান হিটলার কে না দেয়ার আক্রোশে আওয়ামীলীগ নেতা বকুলের উপর চড়াও হয়ে অর্তকিত ভাবে পিটিয়ে আহত করে। পরে গুরুতর আহত আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম বকুল কে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন।