সরিষাবাড়ীতে অগ্নিকান্ডে দু’টি ঘর ভস্মীভূত
সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি ঃ তৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ীতে অগ্নিকান্ডে দু’টি ঘর ভস্মীভূত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে কুলপাল গ্রামের এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে ক্ষতিগ্রস্থ পরিবার সুত্রে জানা গেছে- উপজেলার ৪নং আওনা ইউপির কুলপাল গ্রামের শহিদুল ইসলাম (রিপন) বাড়ীতে বৈদ্যতিক সটসার্কিট থেকে অগ্নীউৎপত্তি হয়ে দু,টি ঘর হয়েছে।এতে দু,টি ঘর ,আসবাবপত্র,কাপড়Ñচোপড় সহ প্রায় ৪/৫লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে । অগ্নিকান্ডের খবর পেয়ে দমকল বাহিনী আসার আগেই এলাকার জনগন আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় ।